বাঙালিদের নববর্ষের শুভেচ্ছা জানালেন ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পৃথিবীর সব বাংলা ভাষাভাষীদের বাংলা নববর্ষ পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট বারাক ওবামা ও মার্কিন জনগণের পক্ষ থেকে আমি সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদের জানাচ্ছি পহেলা বৈশাখের উষ্ণ শুভেচ্ছা। বাঙালিদের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে একাত্ম হয়ে যুক্তরাষ্ট্রও দিনটি উদযাপন করবে।`
জন কেরি আরও বলেন, `সংগীত, চলচ্চিত্র, কবিতা, চিত্রকলা এবং সাহিত্যে বাঙালিদের রয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। যা মানবিকতাকেও সমৃদ্ধ করেছে। যখন আপনি নববর্ষ উদযাপনে পরিবার ও বন্ধুদের সঙ্গে মিলিত হবেন, ভেবে নেবেন যুক্তরাষ্ট্রও আপনাদের পাশে রয়েছে।`
নতুন বছর সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
এসএস/একে/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত
- ২ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
- ৩ গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত নিয়োগ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে ডেনমার্ক
- ৪ ভারতে খ্রিষ্টানদের বাড়িঘরে আগুন, গির্জায় হামলা
- ৫ ভারতে দলিত যুবককে বিয়ে করায় ৬ মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যা