ধর্ষণের অভিযোগে আটক বাবা, চাচা ও ভাই
ভারতের পশ্চিমবঙ্গে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার বাবা, চাচা ও ভাইকে আটক করেছে পুলিশ। খবর রয়টার্স। দুই বছরেরও বেশি সময় ধরে ওই কিশোরীকে তারই বাবা, চাচা ও ভাই ক্রমাগত ধর্ষণ করেছে বলে অভিযোগ করলে তাদের আটক করা হয়।
জলপাইগুড়ি পুলিশ জানায়, কিশোরীর অভিযোগের ভিত্তিতে শনিবার ওই তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই কিশোরী ধুপগুরি শহরের একটি স্কুলের শিক্ষার্থী। বৃহস্পতিবার স্কুলের একজন শিক্ষককে সে এই ঘটনা জানায়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হলে শুক্রবার তিনি একটি মামলা দায়ের করেন।
জলপাইগুড়ি জেলা পুলিশের মুখপাত্র কেএল শেরপা বলেন, তার বাবা একজন কৃষক। যার বয়স প্রায় ৫০ বছর। কিশোরীর অভিযোগ তার বাবা তাকে অনেকবার ধর্ষণ করেছে, তার চাচাও তাকে ধর্ষণ করেছে এবং তার ভাইও তাকে ধর্ষণ করা শুরু করেছে।
ওই কিশোরী পুলিশকে আরও জানায়, সে দুইবার গর্ভবতী হয়ে পড়েছিল এবং তাকে জোর করে গর্ভপাত করানো হয়। কিশোরীর মা এ সব ঘটনা জেনেও চুপচাপ থেকেছেন। ওই কিশোরী বর্তমানে তার একজন নারী আত্মীয়র জিম্মায় আছেন বলে জানায় পুলিশ।
এএইচ/একে/আরআই
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইসরায়েলে সেনাবাহিনীর রেডিও স্টেশন বন্ধের সিদ্ধান্ত
- ২ তুরস্কে কৃষি জমিতে বাড়ছে সিঙ্কহোল, উদ্বিগ্ন চাষিরা
- ৩ ভারতে ব্রিটিশ এয়ারওয়েজের প্লেনে বোমা হামলার হুমকি, বিমানবন্দরে সতর্কতা
- ৪ লন্ডনে ফিলিস্তিনের প্ল্যাকার্ড হাতে গ্রেফতার গ্রেটা থুনবার্গ
- ৫ উজবেকদের ঐতিহ্যবাহী খাবার পিলাফ, রান্না করা হয় বিশাল কড়াইয়ে