ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে পুড়িয়ে ছারখার করার হুমকি আইএস’র

প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১৩ এপ্রিল ২০১৫

‘যুক্তরাষ্ট্রকে পুড়িয়ে ছারখার’ করতে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের মতো করে হামলা চালানোর হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)।
এক ভিডিও বার্তায় আইএস এ হুমকি দেয় বলে জানিয়েছে ‘দ্য ডেইলি মেইল’।

ভিডিওতে বলা হয়, “বিশ্বের কোথাও আমেরিকার কোনো নাগরিক নিরাপদ নয়। আমরা আমেরিকাকে পুড়িয়ে দেব।” একইসঙ্গে ভিডিওতে আইএস এর সমর্থকদেরকে যুক্তরাষ্ট্রের মাটিতে হামলা চালানোর আহ্বান জানানো হয়েছে।

ভিডিও’র সাবটাইটেলে বলা হয়, ‘মুজাহিদিনরা’ এর আগে তাদের সামান্য ক্ষমতা দিয়েই নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন-টাওয়ারে হামলা চালাতে সক্ষম হয়েছিল।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরে আল-কায়দা জঙ্গিরা টুইন-টাওয়ারে হামলা চালিয়ে কমপক্ষে ৩ হাজার মানুষকে হত্যা করে এবং এক হাজার কোটি মার্কিন ডলার সমপরিমাণের সম্পদ ও অবকাঠামো ধ্বংস করে।

ওই ভিডিওতে আরো বলা হয়, “আল্লাহর ইচ্ছায় খুব শিগগিরই আবারো তাদের মধ্যে একই ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়বে।”

১১ মিনিটের ভিডিওটিতে জঙ্গিদের নৃশংস কর্মকাণ্ড, যক্তরাষ্ট্রের সাংবাদিক জেমস ফোলির শিরশ্ছেদের ঘটনা, বেশ কয়েকটি গণ শিরশ্ছেদের ঘটনা এবং জর্ডানের পাইলট মোয়াজ আল-কাসাসবেহকে পুড়িয়ে হত্যার ঘটনাও দেখানো হয়।

একে/আরআইপি