ভারতকে অপমান করেছেন মোদি : দাবি কংগ্রেসের
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশ সফরে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন অভিযোগ তুলে তার সমালোচনায় মুখর হয়েছে কংগ্রেস। তিন দফা অভিযোগ করার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি বিদেশে গিয়ে ভারতকে অপমান করেছেন বলেও অভিযোগ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। দলের মুখপত্র আনন্দ শর্মা জানিয়েছেন, এবার থেকে মোদি বিদেশ সফরে গেলেই তার পাশাপাশি কংগ্রেসের মুখপাত্রও সেখানে যাবেন।
শুক্রবার কংগ্রেস নেতা আনন্দ শর্মা জানান, মোদিজী বলেছেন, ভারত আগে ভিক্ষা করত, এখন আর তা করবে না। এর মানে কী? আমরা কি ভিখারি ছিলাম? তিনি এ কথা বলে দেশের অপমান করেছেন।
আনন্দ শর্মা আরও বলেন, প্রধানমন্ত্রীর দ্বিতীয় উক্তি হল, উত্তরাধিকার সূত্রে তিনি কেলেঙ্কারির ভারত পেয়েছেন। এতদিন যারা ভারতে ক্ষমতায় ছিল, তারা সব জঞ্জাল ছড়িয়ে, ওলটপালট করে দিয়ে গেছে। আমি এসে গত ১০ মাসে জঞ্জালমুক্ত করেছি। মোদির বিরুদ্ধে কংগ্রেসের তৃতীয় অভিযোগ, কানাডায় নাকি ৪২ বছর পরে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সফর করলেন।
তবে কেলেঙ্কারির ভারত নিয়ে আনন্দ শর্মার দাবি, মোদি উত্তরাধিকার সূত্রে শক্তিশালী ভারত পেয়েছেন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের দশ বছরের শাসনামলে জিডিপি চার গুণ বেড়েছে। বিদেশি মুদ্রার সঞ্চয় বেড়েছে।
আনন্দ শর্মা আরও বরেছেন, ২০১০ সালে কানাডা সফরে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সেই সময় কানাডায় জি-২০-র বৈঠকও ছিল। যদিও তার আগে তিনি কানাডার প্রধানমন্ত্রীর আমলে সেদেশে গিয়ে দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতিও দিয়েছিলেন।
এভাবে মোদির মন্তব্যকে খারিজ করে দিয়ে কংগ্রেস নেতা আনন্দ শর্মা ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রী ভুলে গিয়েছেন যে উনি বিজেপি বা আরএসএসের প্রচারক হিসেবে বিদেশ সফরে যাননি। জওহরলাল নেহেরু থেকে মনমোহন সিং পর্যন্ত কোনো প্রধানমন্ত্রীই বিদেশে গিয়ে এভাবে দেশের নিন্দা করেননি। দেশের ভিতরের রাজনৈতিক মতপার্থক্য দেশের বাইরে নিয়ে যাননি তারা। মোদি এই রীতি ভেঙে অসুস্থ মানসিকতার পরিচয় দিয়েছেন। তার এমন কিছু বলা উচিত নয়, যাতে ভারতকে নিয়ে মানুষ হাসাহাসি করে।
এ ব্যবহার আমরা আর সহ্য করব না উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদি বিদেশে গেলেই কংগ্রেসের কোনো নেতা বা মুখপাত্র সেখানে উপস্থিত থেকে যথাযথ উত্তর দেবেন বলেও জানান তিনি।
আরএস/আরআই