ইরানের পরমাণু স্থাপনায় হামলার আহ্বান রিপাবলিকান পার্টির
ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর বোমা হামলা চালাতে মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী সিনেটের ম্যাক্রো রুবিও। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে চুক্তি করার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের তৎপরতার নিন্দা জানিয়ে নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকান পার্টির এক সংবর্ধনায় এ আহ্বান জানান তিনি।
সংবর্ধনায় তিনি দাবি করেন, ওবামার নীতির কারণেই মধ্যপ্রাচ্যে ব্যাপক অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। কিউবার বংশোদ্ভূত মার্কিন এ রাজনীতিবিদ নিজ দলে চরম সুবিধাবাদী হিসেবে পরিচিত। মার্কিন ভূখণ্ডে সন্ত্রাসী হামলা এমন কি ইরানি ক্ষেপণাস্ত্র হামলাও হতে পারে।
রুবিও প্রথমবারের মতো ফ্লোরিডা থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন। ৪৩ বছর বয়সি যুদ্ধবাজ এ মার্কিন রাজনীতিবিদ দাবি করেন, ইরানে হামলা অথবা তার ভাষায় পরমাণু অস্ত্রধর ইরানের মধ্যে আমেরিকাকে একটিকে বেছে নিতে হবে।
যুদ্ধ বাঁধানোর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ অস্বীকার করে তিনি আরও বলেন, তার ভাষায়, পরমাণু অস্ত্রধর ইরান গোটা অঞ্চল এবং সমগ্র বিশ্বের জন্যই অগ্রহণযোগ্য ঝুঁকি।
এছাড়া ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে উল্লেখ করে তিনি দাবি করেন, আগামি এক দশকের মধ্যেই তেহরানের ক্ষেপণাস্ত্র আমেরিকার পূর্ব উপকূল হামলা করতে পারবে।
আরএস/আরআই
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত
- ২ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
- ৩ গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত নিয়োগ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে ডেনমার্ক
- ৪ ভারতে খ্রিষ্টানদের বাড়িঘরে আগুন, গির্জায় হামলা
- ৫ ভারতে দলিত যুবককে বিয়ে করায় ৬ মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যা