মুম্বাইয়ে দৈনিক হৃদরোগে মারা যায় ৮০ জন

ভারতের মুম্বাই নগরীতে প্রতিদিন গড়ে ৮০ জন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। গতবছরের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত পরিসংখ্যানের ভিত্তিতে এ খবর দেয়া হয়েছে।
এছাড়া এর আগের বছরের তুলনায় মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা বেড়েছে। আগের বছর এ নগরীতে দৈনিক গড়ে ৬৭ জন হৃদরোগে মারা গেছে। বোম্বাই মেডিক্যাল কলেজ বা বিএমসি দেয়া হিসাব থেকে এ তথ্য উঠে এসেছে। তথ্য অধিকারের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রকাশ করেছে বিএমসি।
এতে বলা হয়েছে, ২০১৪ সালের মার্চ থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ২৯ হাজার তিনশ’ ৯৩ জন মারা যাওয়ার বিষয়টি নিবন্ধন করা হয়েছে। এর আগের বছর একই সময়ে মৃত্যু সংখ্যা ছিল ২৪ হাজার ছয়শ’ তিন।
মুম্বাই নগরীতে হৃদরোগ মারাত্মক সমস্যা হয়ে দেখা দিয়েছে এবং এ রোগ মারাত্মক ঘাতক হয়ে উঠেছে। ২০১৪-২০১৫ সালে এ নগরীতে ৯৩ হাজার দুইশ’ ৫৪ ব্যক্তি মৃত্যুবরণ করেছে। এদের মধ্যে ৩১ শতাংশই হৃদরোগে মারা গেছে।
এছাড়া, এ হিসাবে আরো দেখা গেছে, ২০১৪-২০১৫ সালে যক্ষ্মারোগে একই নগরীতে দৈনিক গড়ে ১৯ এবং ক্যান্সারে ১৮ জন মারা গেছে।
আরএস/আরআই
বিজ্ঞাপন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ পশ্চিমবঙ্গে মোদীর জনসভা, প্রস্তুতি তুঙ্গে
- ২ এখন থেকে অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য করবেন না যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা
- ৩ পরিকল্পিতভাবে গাজার সব ভবন ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল: বিবিসি
- ৪ আফগানদের তথ্যের সঙ্গে বেহাত হয়েছে ব্রিটিশ গুপ্তচরদের তথ্যও
- ৫ বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি ভারত-যুক্তরাষ্ট্র: ট্রাম্প