যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পিছপা হবে না উত্তর কোরিয়া
মার্কিন যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করলে মার্কিন মুলুকে পারমাণবিক হামলা চালাতে পিছপা হবে না উত্তর কোরিয়া। সিএএনকে দেয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় এ কথা জানান পিয়ংইয়ংয়ের উচ্চপদস্থ কর্মকর্তা পার্ক ইয়ং চল।
আড়াই ঘণ্টাব্যাপী সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপের পর পারমাণবিক অস্ত্র ব্যবহার ছাড়া তাদের কোনো বিকল্প থাকবে না।
তিনি আরও বলেন, তাদের কাছে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র রয়েছে, যা পিয়ংইয়ং থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূমিতে লক্ষ্যভেদে সক্ষম। প্রচুর অর্থ ব্যয়ে বহির্বিশ্বের যেকোনো হুমকি মোকাবেলায় তারা প্রস্তুত বলেও জানান তিনি।
তবে, পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিলেও আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সম্পর্কোন্নয়নে উত্তর কোরিয়া সচেষ্ট বলেও জানান পার্ক।
বিএ/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত
- ২ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
- ৩ গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত নিয়োগ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে ডেনমার্ক
- ৪ ভারতে খ্রিষ্টানদের বাড়িঘরে আগুন, গির্জায় হামলা
- ৫ ভারতে দলিত যুবককে বিয়ে করায় ৬ মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যা