ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্রিটেনের নির্বাচনে ভোট দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৭ মে ২০১৫

গণতন্ত্রের সূতিকাগার ব্রিটেনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ব্রিটিশদের পাশাপাশি সাধারণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন প্রবাসী বাংলাদেশিরাও। এবারের নির্বাচনে সবচেয়ে বেশি বাংলাদেশি বংশোদ্ভূত ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল থেকেই লন্ডন ও আশপাশের বিভিন্ন ভোটকেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন বাংলাদেশি কমিউনিটির লোকজন। তাদের আশা ক্ষমতায় যেই আসুক, প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নতুন সরকারের কাছে গুরুত্ব পাবে।

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন রুশনারা আলী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী টিউলিপ সিদ্দিক ও খ্যাতনামা কিংস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রূপা হক।

বিএ/আরআইপি