টয়লেট নিয়ে সুখের সংসার
পারিবারিক কলহের কারণে জয়গোবিন্দ মণ্ডল-রিংকু দম্পতির ১৪ বছরের সংসার প্রায় ভেঙ্গেই যাচ্ছিল। দিন দিন বাড়তে থাকা ওই কলহ আরো অবনতি হলে এক পর্যায়ে তা আদালত পর্যন্ত গড়ায়। এই রকম এক আধোভাঙ্গা সংসারকে অবশেষে ভাঙ্গার হাত থেকে বাঁচিয়ে দিল একটি টয়লেট। এমনটিই ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের নাদিয়া জেলার মাজদিয়া গ্রামে। বাড়িতে একটি টয়লেট নির্মাণের ফলে বিবাদ মিটেছে জয়গোবিন্দ-রিংকু দম্পতির।
পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০১ সালে বিয়ের পর থেকে ভালই চলছিল এই দম্পতির সংসার। কিন্তু বাড়িতে টয়লেট না থাকায় মলত্যাগ করতে প্রতিদিনই বাড়ির বাইরে ঝোঁপঝাড়ে যেতে হয় রিংকু সহ অন্যদের।
দুই বছর আগে জয়গোবিন্দ অভিযোগ করে মলত্যাগের নাম করে রিংকু বাইরে বেশি সময় কাটাচ্ছে। এমনকি দিনে একাধিকবার সে বাইরে যাচ্ছে বলে অভিযোগ জয়গোবিন্দর। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে রিংকু।
রিংকু জানায়, নির্জন জায়গা খুঁজতে সময় লাগায় দেরি হয়ে যায়। আর এ কারণেই তার স্বামী তাকে সন্দেহ করা শুরু করে। বিষয়টি এক পর্যায়ে কলহে রূপ নেয়। পরবর্তিতে রিংকুকে তার স্বামী শারিরিক নির্যাতন শুরু করলে তিনি মায়ের বাড়ি চলে আসেন।
এরপর ভারতীয় পেনাল কোডের ৪৯৮-এ ধারায় পারিবারিক সহিংসতার অভিযোগে জয়গোবিন্দের বিরুদ্ধে মামলা দায়ের করেন রিংকু। কলকাতা হাইকোর্টে মামলাটি উত্থাপিত হলে তদন্তে দেখা যায়, এই কলহের নেপথ্যে রয়েছে টয়লেট। দুই দম্পতিও বুঝতে পারে টয়লেটই তাদের প্রকৃত সমাধান!
এরপর জেলা প্রসাশনের ‘সবার জন্য শৌচাগার’ প্রকল্পের অধীনে জয়গোবিন্দের বাড়িতে বিনামূল্যে একটি টয়লেট নির্মাণ করে দেয়। এরপর তাদের ওই ভিলেন টয়লেটকে নিয়েই শুরু হয় সুখের সংসার।
জেআর/আরআই
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের জন্য বস্তা-বাক্স ভরে আসছে টাকা
- ২ নেটফ্লিক্সকে টপকে অবিশ্বাস্য দাম হাঁকালো প্যারামাউন্ট-স্কাইড্যান্স
- ৩ নাগরিকদের চীন ভ্রমণে সতর্কতা জারি করলো ভারত
- ৪ জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন প্রদেশে সুনামি সতর্কতা
- ৫ ইউরোপের ২৯ দেশে বেড়েছে সাইবার বুলিং, নিরাপত্তা নিয়ে উদ্বেগ