অটিস্টিক শিশুকে নিয়ে উড়তে আপত্তি পাইলটের
বিমানচালকের `অস্বস্তি`র কারণে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর আগেই বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে মার্কিন এক দম্পতি ও তাদের একমাত্র কন্যাকে। চালকের অস্বস্তি এই যে, অটিজমে আক্রান্ত ছিল দম্পতির মেয়েটি। এ অজুহাতে জরুরি ভিত্তিতে বিমান অবতরণ করে তিন জনকে নামিয়ে বিমানটি আবার তার গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।
অটিজম আক্রান্ত ১৫ বছরের মেয়ে জুলিয়েট ফোর্বসকে নিয়ে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানে হিউস্টন থেকে পোর্টল্যান্ড যাচ্ছিলেন ডোনা বিগল দম্পতি। পরে উটার সল্টলেক সিটিতে তাদের নামিয়ে দেওয়া হয়।
জুলিয়েট বিমানের মধ্যে খেতে চাওয়ায়, তার মায়ের খেয়াল হয় মেয়ে অনেকক্ষণ কিছু খায়নি। মেয়ের একবার খিদে পেলে, তাকে সামলানো দুষ্কর। তাই, বিমানের মধ্যেই খাবার কেনার চেষ্টা করেন। কিন্তু, বিমানসেবিকারা তাকে জানিয়ে দেন, একমাত্র প্রথম শ্রেণির যাত্রীরাই খাবার পাবেন।
তিনি কিনতে চাইলেও, নিয়ম ভেঙে তাকে এভাবে খাবার দেওয়া সম্ভব নয়। ডোনা বিগল অনেক করে বোঝানোর চেষ্টা করেন, খিদের সময় খাবার না পেলে, মেয়ের রাগ মাথায় চেপে যায়। আশপাশের কারও খাবার প্লেট কেড়েও নিতে পারে।
এ ঘটনার প্রায় আধঘণ্টা পরে ওই কিশোরী তখন নিজের মনে টিভি দেখছিল তখন বিমানচালক ঘোষণা দিয়ে সল্টলেক সিটিতে জরুরি ভিত্তিতে বিমান নামিয়ে দেন। পুলিশ ও প্যারামেডিকেল টিম এলে বিমানচালক জানান, কিশোরী মেয়েটির আচরণে, তার অস্বস্তি হচ্ছিল।
ক্ষুব্ধ ডোনা বিগলের অভিযোগ, আমি সহযাত্রীদের জিজ্ঞেস করেছি, তারা কেউ-ই বলেননি আমার মেয়ের আচরণে কারো কোনো অসুবিধে হয়েছে। ও তো আপন মনে টিভি দেখছিল।
তার ধারণা, অটিজমে ভীতি থেকেই এ কাজ করেছেন চালক। তিনি পাইলট-সহ বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে চলেছেন।
বিএ/আরআই
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত
- ২ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
- ৩ গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত নিয়োগ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে ডেনমার্ক
- ৪ ভারতে খ্রিষ্টানদের বাড়িঘরে আগুন, গির্জায় হামলা
- ৫ ভারতে দলিত যুবককে বিয়ে করায় ৬ মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যা