ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে জমি বিল পর্যালোচনায় ৩০ সদস্যের কমিটি

প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১৩ মে ২০১৫

ভারতে জমি সংক্রান্ত  বিল পর্যালোচনার জন্য ৩০ জন সংসদ সদস্যের একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাজ্যসভার পক্ষ থেকে সংসদদের এ কমিটি গঠন করা হয়।

বিশেষ কমিটির সদস্যরা হলেন- বিজেপির প্রভাত ঝা এবং রাম নারায়ণ দুদি; কংগ্রেসের দিগ্ধিজয় সিং, জয়রাম রমেশ এবং পি এল পুনিয়া; সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব; সংযুক্ত জনতা দলের শরদ যাদব; তৃণমুল কংগ্রেসের ডেরেক ও ব্রায়েন; বহুজন সমাজ পার্টির রাজপাল সিং সাইনি এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির শারদ পাওয়ার।

অন্যদিকে লোকসভার যে সংসদ সদস্যরা এই তালিকায় রয়েছেন, তারা হলেন- কংগ্রেসের কে ভি থমাস ও রাজীব সাতাভ; শিবসেনার আনন্দ রাও আদসুল; তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়; বিজু জনতা দলের বি মেহতাব; সিপিএমের মহম্মদ সেলিম; লোক জনশক্তি পার্টির চিরাগ পাসোয়ান; বিজেপির এস এস আলুওয়ালিয়া, অনুরাগ ঠাকুর, উদিত রাজ এবং গণেশ সিং। এই কমিটি জমি বিলের সব দিক খতিয়ে দেখে আগামী  অধিবেশনের প্রথম দিনেই রিপোর্ট জমা দেবে পার্লামেন্ট।

এসকেডি/একে/আরআই