পাকিস্তানে দগ্ধ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের মৃত্যু
পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বুরহান মুহাম্মদ মারা গেছেন। মঙ্গলবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি। এ মাসে বিধ্বস্ত ওই হেলিকপ্টারের আরোহী ছিলেন তিনি। ওই ঘটনায় আরো দুই বিদেশি দূত নিহত হন।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ঝানু কূটনীতিকদের অন্যতম একজন রাষ্ট্রদূত বুরহান মুহাম্মদকে হারিয়েছে।’
গত ৮ মে পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গিলগিট এলাকায় একটি স্কুল ভবনের ওপর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে সেখানে আগুন ধরে যায়। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বুরহান মুহাম্মদ ও তার স্ত্রীর পাশাপাশি রাষ্ট্রদূতদের একটি প্রতিনিধি দল ওই হেলিকপ্টারের আরোহী ছিলেন।
এ ঘটনায় বুরহান মুহাম্মদের স্ত্রী, নরওয়ে ও ফিলিপাইনের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার দূতের স্ত্রী ঘটনাস্থলেই নিহত হন। এতে বুরহান মুহাম্মদ মারাত্মকভাবে আহত হন। গত সপ্তাহে তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে নেয়া হয়।
এসএইচএস/বিএ/আরআইপি