ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়লেন চোর

প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১৯ মে ২০১৫

চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়া ঘুমিয়ে পড়া! অতঃপর বাড়ির মালিকের হাতে ধরা পড়া। কেমন লাগবে সেই চোরের। একবার ভাবুন তো। হ্যাঁ এমনই একটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি বাড়িতে।

ফ্লোরিডার ওই ঘরে ঝোলানো তালা ভেঙে চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়লো এক চোর। কিস্তু ঘরে প্রবেশ করে এসির ঠান্ডা বাতাসে নিজের ঘুম সামলাতে না পেরে পাশে রাখা সোফায় ঘুমিয়ে পড়ে সেই চোর।

চুরির ধান্দাবাজিতে অনেকদিন ধরেই তার ঘুম হয়নি এ অবস্থায় চোখের সামনে নরম সোফা দেখতে পেয়ে একটু জিরিয়ে নেওয়ার কথা ভাবলেন তিনি। জিরোতে জিরোতে অজান্তেই ঠান্ডা ঘরে থাকা সোফাটির উপর একসময় ঘুমিয়ে পড়লো।

সকালে চিৎকারের আওয়াজ শোনা মাত্রই ঘুম ভেঙে গেল তার। ঘুম ভাঙতেই চোখের সামনে বাড়িওয়ালী। তখন চোর বুঝতে পারে, সে চুরি করতে এখানে এসেছিল। রীতিমত ঘাবড়ে বাড়িওয়ালী পুলিশকে খবর দেন। সেই সুযোগে পাশের টেবিলে রাখা বাড়িওয়ালীর ব্যাগটি নিয়ে পালিয়ে যায় চোর।

ব্যাগে ছিল কয়েকশো ডলার, ড্রাইভিং লাইসেন্স, ক্রেডিট কার্ড আর কয়েকটা চেক। তবে কিছুদূর যেতে না যেতেই পুলিশের হাতে ধরা পড়লো সে।

এসকেডি/বিএ/আরআই