ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বান কি মুনের পিয়ংইয়ং সফর বাতিল

প্রকাশিত: ০৩:৩৩ এএম, ২০ মে ২০১৫

জাতিসংঘ মহাসচিব বান কি মুনের পিয়ংইয়ংয়ে পূর্বনির্ধারিতে একটি সফর কোন ব্যাখ্যা ছাড়াই বাতিল করেছে উত্তর কোরিয়া। বিগত দুই দশকে বান কি মুনই ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব যিনি ওই দেশটি সফর করতে চেয়েছিলেন। খবর বিবিসি । খবর ডন।

খবরে বলা হয়, জাতিসংঘ মহাসচিব ২১মে  দক্ষিণ কোরিয়া সফর শেষ করে উত্তর কোরিয়া সফরে যেতে চেয়েছিলেন। কিন্তু হঠাৎ করে তার সফরের মাত্র একদিন আগে তা বাতিল করে পিয়ংইয়ং। এদিকে, সিউলে এক অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখার সময় এ ব্যাপারে জাতিসংঘ মহাসচিব বলেন, এটি অত্যন্ত দু:খজনক ঘটনা।

সফর বাতিলের আগে মঙ্গলবার সিউলে এক বৈঠকে তিনি উত্তর কোরিয়াকে উদ্দেশ্য করে বলেছিলেন, কোরিয়া উপদ্বীপে শান্তি এবং স্থিতিশীলতার বজায় রাখার জন্য তাদের আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তা করা উচিত।

প্রসঙ্গত, বান কি মুন এক সময় দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেছেন। কিন্তু বর্তমানে উত্তর ও দক্ষিণ কোরিয়া প্রতিবেশী হওয়ার পরেও এদের মধ্যে কোন সদ্ভাব নেই।

জেআর/এমএস