ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইয়েমেনে ভয়াবহ মানবিক সংকট

প্রকাশিত: ০৪:০১ এএম, ২০ মে ২০১৫

সৌদি ও তার মিত্র ৯টি দেশকে সঙ্গে নিয়ে গত ২৬ মার্চ থেকে ইয়েমেনে যে নজির বিহীন হামলা চালিয়ে আসছে তাতে এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত ২ হাজারের অধিক নিরীহ মানুষ। এছাড়া আহত হয়েছেন আরো প্রায় সাড়ে ৭ হাজার। দেশটিতে চলমান সহিংসতায় উদ্বাস্তু হয়েছেন আরো প্রায় ৫ লাখ মানুষ । মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ প্রতিবেদন প্রকাশ করেছে। খবর ডন।

খবরে আরো বলা হয়, মার্চের শেষ নাগাদ ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলা শুরুর পর থেকে বিভিন্ন পক্ষের সংঘর্ষে ১৫ মে পর্যন্ত ওই হতাহতের ঘটনা ঘটেছে। ইয়েমেনের স্বাস্থ্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জাতিসংঘ ওই প্রতিবেদন তৈরি করেছে। অথচ স্বাস্থ্য বিভাগের হিসাবের বাইরেও অনেক লোকের মৃত্যু হয়েছে। তাই প্রকৃতপক্ষে হতাহতের সংখ্যা আরও বেশি হবে বলে মনে করা হচ্ছে।

সংস্থাটির মুখপাত্র এড্রিয়ান এডওয়ার্ডস বলেছেন, ত্রাণবাহী যে ছয়টি বিমান তারা ইয়েমেনে পৌঁছানোর জন্য প্রস্তুত করেছিলেন, গত পাঁচ দিনের মানবিক যুদ্ধবিরতির সময় তা নিরাপদে পৌঁছানো সম্ভব হয়েছে।

তবে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) মুখপাত্র এলিজাবেথ বিয়রস বলেছেন, ইয়েমেনে প্রয়োজনীয় সব ত্রাণ পৌঁছাতে ওই যুদ্ধবিরতি পর্যাপ্ত ছিল না।

প্রসঙ্গত, গত মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত ইয়েমেনে পাঁচ দিনের মানবিক যুদ্ধবিরতি পালন করা হয়, যদিও যুদ্ধবিরতির সময় বেশকিছু সংঘর্ষের খবর পাওয়া গেছে।

জেআর/এমএস