অভিবাসী সঙ্কট নিয়ে মালয়েশিয়ায় বৈঠক শুরু
ফাইল ছবি
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো হতে মানবপাচার রোধ ও সাগরে ভেসে থাকা মানুষদের মানবিক সংকট মোকাবেলায় মিয়ানমারের বর্জনের মধ্যে দিয়ে বুধবার সকালে কুয়ালালামপুরে এক জরুরী বৈঠক শুরু হয়েছে। এ বৈঠকে অংশ নিয়েছে থ্যাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। তবে বৈঠকে অংশ নেয়া এই তিনটি দেশের কেউই অভিবাসীদের ঠাঁই দিতে রাজি নয়। খবর বিবিসি।
খবরে বলা হয়, বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণ পরেই সাগর থেকে আরো সাড়ে তিনশ অভিবাসীকে উদ্ধার করেছে ইন্দোনেশিয়ার জেলেরা। উদ্ধারকৃতরা খুব দুর্বল এবং তারা ডায়রিয়াসহ নানা সমস্যায় ভুগছে। এখনো হাজার হাজার বাংলাদেশি এবং রোহিঙ্গা অভিবাসী ভূমধ্যসাগরে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে। তাদের কাছে খাবার এমনকি পান করার মতো পানিও নেই।
কুয়ালালামপুর বৈঠকে যোগ দেয়ার প্রাক্কালে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুদি এসব অভিবাসীদের সম্পর্কে বলেছিলেন, এটি একটি বা দুটি দেশের সমস্যা নয়-এটি একটি আন্তর্জাতিক ইস্যু। এই সমস্যা সমাধানে তিনি জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছিলেন।
তবে মিয়ানমার এ বৈঠক বর্জন করে বলছে রোহিঙ্গা অভিবাসীদের নিয়ে তাদের কোনো মাথা ব্যাথা নেই। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা সাগরে ভাসমান এসব অভিবাসীদের মানবিক সহায়তা দিতে প্রস্তুত।
এদিকে জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংগঠন ইউএনএইচসিআর বুধবারের আলোচনায় অংশগ্রহণকারী ওই তিন দেশের প্রতি অভিবাসী উদ্ধার এবং আশ্রয় দেয়ার আহ্বান জানিয়েছে।
জেআর/এমএস