অবৈধ অভিবাসীদের জায়গা দেবে না অস্ট্রেলিয়া
দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাগরে ভাসমান অভিবাসীদের আশ্রয় ও পুনর্বাসনের ব্যাপারে অসম্মতি জানিয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির জবাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেছেন, অবৈধ কোনও কাজের জন্য কাউকে পুরস্কৃত কিংবা পুনর্বাসিত করার প্রস্তাব দায়িত্বজ্ঞানহীন। তাই অস্ট্রেলিয়া তাদের আশ্রয় কিংবা পুনর্বাসন করে কোন অবৈধ কাজে কাউকে উৎসাহিত করবে না।
এর আগে সাগরে ভাসমান অভিবাসীদের পুনর্বাসনকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক কনভেনশন অনুযায়ী অস্ট্রেলিয়ার দায় বলে বিবৃতি দেয় ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতিমধ্যেই বেশ কিছু দেশ এসব অভিবাসীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে একমত হলেও অস্ট্রেলিয়া সরাসরি তা নাকচ করে দিল।
এদিকে, অস্ট্রেলিয়ার এ সিদ্ধান্তকে সমালোচনা করে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ’এর মুখপাত্র ফিল রবার্ট সন বলেছেন, অস্ট্রেলিয়ার মতো দেশের কাছ থেকে এই ধরণের বক্তব্য আমরা আশা করিনি।
জেআর/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন প্রদেশে সুনামি সতর্কতা
- ২ ইউরোপের ২৯ দেশে বেড়েছে সাইবার বুলিং, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- ৩ গাজার অর্ধেক নিজেদের নিয়ন্ত্রণে রাখার ইঙ্গিত ইসরায়েলি সেনাবাহিনীর
- ৪ বাবরি মসজিদে প্রথম আঘাতকারী ব্যক্তির জীবনে কী ঘটেছিল?
- ৫ কঠোর হলো অভিবাসন নীতি, ইউরোপ না ছাড়লে হতে পারে দীর্ঘ সময়ের জেল