ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পুলিশ সদস্যদের আত্মহত্যায় শীর্ষে মুম্বাই

প্রকাশিত: ১০:৫৩ পিএম, ২৫ মে ২০১৫

ভারতের মুম্বাইয়ে বছরে গড়ে প্রায় ১৭ জন পুলিশ সদস্য আত্মহত্যা করেন। সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোর একটি গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।

গবেষণায় দেখা গেছে, গত ১০ বছরে ১৬৮ জন পুলিশ সদস্য আত্মহত্যা করছেন মুম্বাইয়ে। আর এই তথ্য প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ। তবে, সংখ্যায় বেশি না হলেও হরিয়ানা (৭৩), কেরল (৭১) এবং অন্ধ্রপ্রদেশে (৬৮) পুলিশ সদস্যদের আত্মহত্যার ঘটনা ক্রমবর্ধমান। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংখ্যাটা ৫৭ হলেও বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিসংখ্যান থেকে জানা যায়, দুষ্কৃতিকারীদের হাতে যত না খুন হন তার প্রায় দ্বিগুণ সংখ্যক পুলিশ সদস্য আত্মহত্যা করেন। চিকিৎসকদের মতে, এর সবচেয়ে বড় কারণ মানসিক অবসাদ। পুলিশ সদস্যদের একাংশ সে কথা মেনেও নিচ্ছেন। প্রতিনিয়ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ, পারিবারিক সমস্যা, ব্যক্তিগত দ্বন্দ্বের ভেতর দিয়ে যেতে যেতে একটা সময় মনোবল হারিয়ে ফেলছেন পুলিশ সদস্যরা।

এক পুলিশ সদস্য বলেন, ‌‘এই চাকরিতে সারাক্ষণই একটা চাপের মধ্যে দিয়ে যেতে হয়। অনিয়মিত খাওয়া-দাওয়া, অনিয়ন্ত্রিত জীবনযাপনে বিনোদন বা শরীরচর্চার জন্য আলাদা কোনো সময় নেই। আর সে কারণেই হৃদ্‌রোগে মৃত্যুর পাশাপাশি অবসাদে আত্মহত্যা ক্রমাগত বেড়েই চলেছে’।

যদিও কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) পল্লবকান্তি ঘোষ বলেন, ‘কলকাতা পুলিশের ক্ষেত্রে ঘটনাটা একেবারেই অন্য রকম। কলকাতা পুলিশ অনেক বেশি মানবিক, উদারপন্থী’।

সম্প্রতি মুম্বাই পুলিশ বিশেষ একটি কর্মশালার আয়োজন করে। সেখানে প্রায় আড়াইশো পুলিশকর্মীর কাছ থেকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে লিখিতভাবে তাদের ব্যক্তিগত জীবন সম্বন্ধে জানতে চাওয়া হয়। সংশ্লিষ্ট পুলিশকর্মীর মানসিক স্বাস্থ্য সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়াটাই এর লক্ষ্য ছিল।

একে