ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আন্তর্জাতিক শ্রম সংস্থার বার্ষিক সম্মেলন ১ জুন

প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২৭ মে ২০১৫

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর বার্ষিক সম্মেলন জেনেভায় আগামী ১ জুন অনুষ্ঠিত হবে। বুধবার আইএলও’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

আএলও’র সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৮৫টি। এসব দেশের শ্রমিক, নিয়োগকর্তা ও সরকারের প্রতিনিধিরা সম্মেলনে অনানুষ্ঠিক থেকে অনুষ্ঠানিক অর্থনীতি, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান, সুষ্ঠু ও উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা (শ্রমিক নিরাপত্তা), ২০১৬-২০১৭ সালের বাজেট ও কর্মসূচিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

একে/আরআই