চীনে ২৬ শিশুকে ধর্ষণকারী শিক্ষকের মৃত্যুদণ্ড কার্যকর
চীনে ২৬ জন শিশুকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে সাবেক এক স্কুল শিক্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির গানসু প্রদেশে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খবর- সিনহুয়া
খবরে বলা হয়, ২০১১ ও ২০১২ সালে লি জিসান নামের ওই শিক্ষক চার থেকে ১১ বছরের ২৬ জন শিশুকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। স্কুলের শিশুদের শ্রেণিকক্ষে বিভিন্ন সুযোগে লি জিসান এসব অপরাধ করতেন।
এ ধরনের আচরণ শিশু ও সমাজের মধ্যে খুবই নেতিবাচক প্রভাব ফেলবে তাই জিসানকে সর্বোচ্চ শাস্তি দেন আদালত।
উল্লেখ্য, ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে চীনে সাত হাজার ১৪৫ শিশুর যৌন নির্যাতনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। জরিপে বলা হয়, ২০১২ এবং ২০১৪ সালেই ৪০ শতাংশ ধর্ষণের ঘটনা ঘটেছে।
জেআর/বিএ/এমএস