ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

রান্না নিয়ে ঝগড়ায় প্রেমিক খুন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৩ এএম, ২১ আগস্ট ২০১৭

ডিনার রান্না করবে কে এ নিয়ে প্রেমিকের সঙ্গে ঝগড়ার জের ধরে তাকে ছুরিকাঘাতে খুন করেছেন ভারতীয় এক নারী।

গত শনিবার সন্ধ্যায় দক্ষিণ-পশ্চিম দিল্লির উত্তম নগরে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে। খবর- টাইমস অব ইন্ডিয়ার।

পুলিশ জানিয়েছে, ইজু নামে নাইজেরিয়ান ওই প্রেমিকের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। খুনের অভিযোগে এরইমধ্যে প্রেমিকা এলভি উজুম্মাকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত শনিবার বিকেলে এলভি তার প্রেমিক ইজুকে নিজের বাড়িতে আসতে বলেন। ইজু আসার পর তাদের মধ্যে হঠাৎই ঝগড়া শুরু হয়। পরে প্রতিবেশীদের হস্তক্ষেপে তার শান্ত হন। তবে তারা চলে গেলে আবারও দু’জনের ঝগড়া শুরু হয়।

এলভি পুলিশকে জানিয়েছেন, কে ডিনার রান্না করবে এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। তবে ইজু তাকে প্রথম আঘাত করেন বলে এলভির অভিযোগ।

এলভি পুলিশকে বলেন, একপর্যায়ে ইজুকে ভয় দেখাতে তিনি রান্নাঘর থেকে ছুরি এনে, তাকে আঘাত না করতে বলেন। কিন্তু ইজু ফের তাকে আঘাত করলে ক্ষিপ্ত হয়ে এলোপাতারি ছুরিকাঘাত করতে থাকেন। পরে অন্য ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন তিনি।

আধাঘণ্টা পরে প্রেমিকের কি অবস্থা দেখতে বের হয়ে এসে দেখতে পান, ইজুর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। দ্রুত বন্ধুদের ডেকে এনে প্রেমিককে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইজুকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, প্রেমিকের মৃত্যুর সংবাদে বাড়ি ফিরে এসে নিজের কক্ষের দরজা বন্ধ করে লুকিয়ে থাকেন এলভি। ওদিকে, হত্যার খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে তাকে আটক করে।

ওই ভবনের কেয়ারটেকার বিজয় জানান, এলভি গত তিন মাস ধরে সেখানে বসবাস করছেন। প্রায়ই তার প্রেমিক এখানে আসতেন। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ তিনি কখনো পাননি।

এলভির এক প্রতিবেশী জানান, নাইজেরিয়ান ওই ব্যক্তি প্রায়ই এলভির কাছে আসতেন। ঘটনার দিন সন্ধ্যায় তাদের মধ্যে উচ্চস্বরে কথা বলতে শোনা যায় এবং দু’জনকে হাতাহাতি করতে দেখেন, যা আগে কখনো দেখেননি। কিছু সময় পর দেখতে পান আহত অবস্থায় লোকটিকে অটোরিকশায় করে নিয়ে যাচ্ছেন এলভি ও তার বন্ধুরা।

এসআর/জেআইএম

আরও পড়ুন