সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় ২০০ আইএস জঙ্গি নিহত
সিরিয়ার দেইর আল-জোর শহরের কাছে ইসলামিক স্টেটের (আইএস) প্রায় ২শ জঙ্গিকে হত্যা করেছে রাশিয়ার বিমান বাহিনী। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রাশিয়ার হামলায় আইএসের একটি শক্ত ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। রাক্কা প্রদেশের দক্ষিণাঞ্চল এবং হোমস প্রদেশের পশ্চিমাঞ্চল থেকে সিরিয়ার সেনা বাহিনী এবং রুশ বিমান বাহিনীর কাছে পরাজিত হওয়ার পর ওই এলাকা ছাড়তে বাধ্য হয়েছে জঙ্গিরা। তারপর থেকেই দেইর আল-জোর শহরে নিজেদের ঘাঁটি গড়ে তোলার দিকে মনোযোগ দিচ্ছিল আইএস।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান হামলায় জঙ্গি সংগঠনটির সামরিক সরঞ্জামও ধ্বংস হয়ে গেছে। তবে কবে কখন ওই হামলা চালানো হয়েছে তা জানানো হয়নি।
টিটিএন/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ অযোধ্যায় রাম মন্দিরের কাজ শেষ হলেও মসজিদ নির্মাণ এগোয়নি কেন?
- ২ আকাশছোঁয়া দামে ‘ওয়ার্নার ব্রাদার্স’ কিনে নিচ্ছে নেটফ্লিক্স
- ৩ নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের দিন মুর্শিদাবাদে ‘হাই অ্যালার্ট’
- ৪ বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা, মৃতের সংখ্যা বেড়ে ৬১১
- ৫ হাসিনাকেই ঠিক করতে হবে তিনি কতদিন ভারতে থাকবেন: জয়শঙ্কর