লিবিয়ায় নৌকাডুবিতে শতাধিক নিহতের আশঙ্কা
সমুদ্র পথে ইউরোপ যাওয়ার সময় লিবিয়া উপকূলে ২৫০-এরও বেশি যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। সোমবারের ওই ঘটনায় অধিকাংশ যাত্রীই নিহত হয়েছেন বলে আশঙ্কা করছে লিবিয়ার নৌবাহিনী। খবর আল জাজিরার।
লিবীয় নৌবাহিনীর মুখপাত্র আইয়ুব কাসেম জানান, রাজধানী ত্রিপোলির পূর্বে তাজুরা’র কাছে ডুবে যাওয়া নৌকাটির ২৬ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
যাত্রীদের উদ্ধারে দেশটির কোস্টগার্ডের সদস্যরা কাজ করছে বলেও জানান তিনি। পাশাপাশি কোস্টগার্ডের উদ্ধার সরঞ্জামাদির অপ্রতুলতার কথাও জানান ওই মুখপাত্র।
প্রসঙ্গত, লিবিয়ার সমুদ্র উপকূল দিয়ে অনেকেই অবৈধভাবে ইউরোপে ঢোকার চেষ্টা করে। ওই অঞ্চল দিয়ে চলতি বছরে এ পর্যন্ত প্রায় এক লাখ লোক ইতালিতে প্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিত
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ জানুয়ারি ২০২৬
- ৩ অন্য মালিকানা ‘অগ্রহণযোগ্য’, ট্রাম্পের হুমকিতে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ডেনমার্ক
- ৪ ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি
- ৫ ইরানে বিক্ষোভে গিয়ে ফাঁসির মুখে কে এই এরফান সোলতানি?