আইএস দমনে যুক্তরাষ্ট্রের হামলা শুরু
ইরাকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের উপর শক্তিশালী হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। আইএস দমনে শক্তিশালী জোট গঠনের পর গত দু’দিন ধরে দক্ষিণ-পশ্চিম বাগদাদ ও সিনজার পর্বতে হামলা চালানো হয়েছে।
ইরাকি বাহিনীর অনুরোধ ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অনুমতি দেওয়ার পরপরই ব্যাপকহারে এ হামলা পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।
এর আগে গত আগস্ট থেকে ইরাকে শুধু মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তা ও শরণার্থীদের উদ্ধারে আক্রমণ পরিচালনা করেছিল ওয়াশিংটন। এই প্রথমবারের মতো আইএস যোদ্ধাদের ওপর ব্যাপক আকারে হামলা শুরু হলো। এবারের অভিযানে ইতোমধ্যেই ১৬২টি বিমান হামলা চালিয়েছে দেশটি।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ পশ্চিমবঙ্গে ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ, পুলিশের ডিজি-কমিশনারকে শোকজ
- ২ মধ্যপ্রাচ্যে ভালো-মন্দের মাঝে অনিশ্চিত ভবিষ্যৎ
- ৩ অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার সন্দেহভাজনরা ভারতীয়-অস্ট্রেলীয় নাগরিক?
- ৪ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে উদযাপিত হলো মহান বিজয় দিবস
- ৫ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার আগ মুহূর্তে আটক হলেন ভারতীয় বংশোদ্ভূত নারী