ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট
তিনদিনের সফরে ভারত আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং। তিনি বুধবার আহমেদাবাদ পৌঁছাবেন। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনাই শি জিংপিংয়ের এই সফরে প্রাধান্য পাবে। পাশাপাশি বিবাদমান সীমান্ত নিয়েও আলোচনা করবে এশিয়ার শক্তিশালী দুই দেশ।
শি জিংপিংয়ের সফরে দুই দেশের ‘স্বার্থ ও সমস্যা’ নিয়ে আলোকপাত করা হবে বলে আশা করছে ভারত। একই সঙ্গে সীমান্তের মতো বিতর্কিত বিষয়ও আলোচনায় উঠে আসবে বলে আশা করছে দেশটি।
অন্যদিকে, ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে ইচ্ছুক চীন এরই মধ্যে শি জিংপিংয়ের এই সফরে ভারতের রেলওয়ে, উৎপাদন ও অবকাঠামোগত উন্নয়নে বিলিয়ন ডলার বিনিয়োগের ইঙ্গিত দিয়েছে। শি জিংপিংকে স্বাগত জানাতে এরই মধ্যে আহমেদাবাদ পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র : এনডিটিভি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বুরকিনা ফাসোতে নাইজেরিয়ার সামরিক বিমানের জরুরি অবতরণ, অনিশ্চিত ১১ সেনার ভাগ্য
- ২ অন্ধকার-উত্তাল সাগর পেরিয়ে যেভাবে ভেনেজুয়েলা ছাড়েন মাচাদো
- ৩ প্রতারণার দায়ে দক্ষিণ কোরিয়ার উদ্যোক্তা কওনের ১৫ বছর কারাদণ্ড
- ৪ ‘বায়রন’ ঝড়ে বিপর্যস্ত গাজা, ২৪ ঘণ্টায় শিশুসহ নিহত ১০
- ৫ তুর্কমেনিস্তানে একত্রিত রাশিয়া, তুরস্ক ও ইরানের প্রেসিডেন্টরা