রাশিয়ার বিমান বিধ্বস্তে নিহত ৮
রাশিয়ার পূর্বাঞ্চলে দেশটির যাত্রীবাহী ছোট একটি বিমান বিধ্বস্তে অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে। তবে বিধ্বস্তের এ ঘটনায় বিমানের এক শিশু যাত্রী বেঁচে গেছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে বুধবার এ তথ্য জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, আঞ্চলিক রাজধানী খাবারোভস্ক থেকে এক হাজার কিলোমিটার দূরের নেলকান গ্রামের বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়েছে। দুই ক্রু ও চার বছরের এক শিশুসহ বিমানটিতে ৭ আরোহী ছিল।
বিধ্বস্তে বিমানের ৮ আরোহীর প্রাণহানি ঘটেছে। তবে আহত শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
দেশটির জরুরি মন্ত্রণালয়ের আঞ্চলিক কার্যালয় বলেছে, স্থানীয় সময় দুপুর দেড়টায় বিমানটি বিধ্বস্ত হয়েছে। সর্বোচ্চ ১৯ যাত্রী বহনে সক্ষম বিমানটি দুই ইঞ্জিন চালিত। যাত্রীবাহী ছোট এই বিমান পরিচালনার দায়িত্বে ছিল খাবারোভস্ক এয়ারলাইন্স।
এসআইএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ অযোধ্যায় রাম মন্দিরের কাজ শেষ হলেও মসজিদ নির্মাণ এগোয়নি কেন?
- ২ আকাশছোঁয়া দামে ‘ওয়ার্নার ব্রাদার্স’ কিনে নিচ্ছে নেটফ্লিক্স
- ৩ নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের দিন মুর্শিদাবাদে ‘হাই অ্যালার্ট’
- ৪ বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা, মৃতের সংখ্যা বেড়ে ৬১১
- ৫ হাসিনাকেই ঠিক করতে হবে তিনি কতদিন ভারতে থাকবেন: জয়শঙ্কর