মোদির `সেলফি উইদ ডটার` ক্যাম্পেইনে শচিন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিকতম সাইবার ক্যাম্পেইন ‘সেলফি উইদ ডটার’-এ সাড়া দিয়ে নিজের মেয়েদের সঙ্গে ছবি তুলে টুইট করেছেন ভারতের ক্রিকেট জিনিয়াস শচিন টেন্ডুলকর এবং ওপেনার শিখর ধাওয়ান। মোদির ‘বেটি বাঁচাও, বেটি পাড়াও যোজনা’র অংশ হিসেবে এ সাইবার ক্যাম্পেইনে অংশ নিলেন এই ক্রিকেট তারকারা।
বৃহস্পতিবার শচিন তার কন্যা সারা`র সঙ্গে ছবি তুলে হ্যাশট্যাগ দিয়ে সেলফি উইদ ডটার লিখে ছবিটি টুইটারে আপলোড করেন। শিখর ধাওয়ানও তার দুই মেয়ে রিয়া আর আলিয়ার সঙ্গে ছবি তুলে একইভাবে টুইট করেন।
কন্যা সন্তানের বিষয়ে সচেতন করতে মোদির এই ক্যাম্পেইন এরইমধ্যে বেশ সাড়া জাগিয়েছে। ভারত ও ভারতের বাইরে থেকে হাজার হাজার মানুষ এতে সাড়া দিয়ে নিজেদের কন্যা সন্তানের সঙ্গে ছবি তুলে আপ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এসআরজে
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মাচাদোকে শান্তি পুরস্কার দেওয়ায় নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে অ্যাসাঞ্জের ফৌজদারি অভিযোগ দায়ের
- ২ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
- ৩ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন
- ৪ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ৫ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প