হিমাচলে প্রদেশে বাস দুর্ঘটনায় নিহত ১৪
ভারতের হিমাচল প্রদেশে বুধবার সকালে এক বাস দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিলাসপুর জেলার গোবিন্দসাগর লেকে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ১২ জনকে উদ্ধার করতে পেরেছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৪০ যাত্রী বহনকারী বাসটি স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে দুর্ঘটনার শিকার হয়।
যাত্রীবাহী বাসটি ঋষীকেশ থেকে বিলাসপুরে আসতে ছিল। স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসটিতে মোট কতজন যাত্রী ছিল তা সঠিকভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে ৩৫ জনের বেশি লোক ছিল। হতাহতদের উদ্ধারে কাজ চলছে বলেও জানানো হয়েছে।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
- ২ গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত নিয়োগ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে ডেনমার্ক
- ৩ ভারতে খ্রিষ্টানদের বাড়িঘরে আগুন, গির্জায় হামলা
- ৪ ভারতে দলিত যুবককে বিয়ে করায় ৬ মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যা
- ৫ পাকিস্তানি সেনাপ্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক দিলো সৌদি আরব