আফগানিস্তানে বোমা হামলায় নিহত ২৫
আফগানিস্তানের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটির কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ২৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। রোববার এ হামলা হয় বলে জানিয়েছে পুলিশ। খবর রয়টার্স।
খোস্ত প্রদেশের পুলিশ প্রধান ফয়জুল্লাহ ঘাইরাত জানান, প্রদেশের প্রবেশদ্বারে একটি চেকপয়েন্টের কাছে রোববার সন্ধ্যায় এ হামলা হয়। শহরে জোট বাহিনীর একটি ঘাঁটির কাছে একটি কার গাড়ি যোগে এই হামলাটি চালানো হয়।
মার্কিন সেনাবাহিনী জানায়, হামলায় তাদের কোনো সদস্য হতাহত হননি। এদিকে, আত্মঘাতি এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
এএইচ/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ২ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প
- ৩ গ্রীসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৫৪৫ অভিবাসী উদ্ধার
- ৪ দক্ষিণ কোরিয়ায় টাক পড়া ‘বেঁচে থাকার প্রশ্ন’, স্বাস্থ্য বিমার নির্দেশ প্রেসিডেন্টের
- ৫ বিশ্ব গণমাধ্যমে প্রথম আলো-ডেইলি স্টারে হামলার খবর