ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নাইজেরিয়ায় একসঙ্গে তিন বাহিনীর প্রধানকে বরখাস্ত

প্রকাশিত: ০৫:০৫ এএম, ১৪ জুলাই ২০১৫

নাইজেরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামকে নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে সেনা, নৌ এবং বিমানবাহিনী প্রধানকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহাইরি।

নাইজেরিয়া সরকারের মুখপাত্র ফেমি আদেসিনা জানান, সেনা, নৌ এবং বিমানবাহিনীর প্রধানসহ সব সার্ভিস প্রধানকে বরখাস্ত করা হয়েছে। এরইমধ্যে এসব পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।

নাইজেরিয়ার নির্বাচনে বিজয়ী হওয়ার পর বুহাইরি বোকো হারাম সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সামরিক বাহিনীর প্রধানদের সমালোচনা করে আসছিলেন। সে কারণে তিনি যেকোনও সময় সার্ভিস প্রধানদের বরখাস্ত করবেন বলে ধারণা করা হচ্ছিল।

গত ২৯ মে জেনারেল বুহাইরি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এরপর থেকে বোকো হারাম নাইজেরিয়ায় হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। তবে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে বুহাইরি বোকো হারাম-বিরোধী অভিযানকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছেন।

এসকেডি/পিআর