মেক্সিকোতে মাদক সম্রাটকে গ্রেফতারে হোটেল-হাসপাতালে তল্লাশি
মেক্সিকো কর্তৃপক্ষ জেল পলাতক মাদক সম্রাট জোয়াকিন ‘এল শ্যাপো’ গুজমানকে গ্রেফতারে দেশের বিভিন্ন হোটেল, হাসপাতাল ও অন্ত্যেষ্টিক্রিয়াস্থলে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। এ সময় তারা তার সাম্প্রতিক ছবি সম্বলিত এক লাখ লিফলেট বিতরণ করছে। বুধবার কর্মকর্তারা একথা জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গুজমানকে গ্রেফতারে দেশের ৩১টি রাজ্যের ২১টির প্রধান সড়ক ও মহাসড়কে এবং রাজধানীতে ১০১টি চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে।
গত শনিবার তিনি কারাগার থেকে একটি সুড়ঙ্গ পথে পালিয়ে যান। মেক্সিকো সিটির প্রায় ৯০ কিলোমিটার পশ্চিমে আলতিপ্লানো নামের যে কারাগার থেকে তিনি পালিয়ে যান তার তার চারপাশে প্রায় এক হাজার ২৫০ জন ফেডারেল পুলিশ কর্মকর্তা বিশেষ তল্লশি ইউনিটে বিভক্ত হয়ে অভিযান চালাচ্ছেন। এছাড়া ফৌজি-পুলিশের ১৮০ বিশেষ বাহিনী গুজমানকে গ্রেফতারে তল্লশি অভিযান চালাচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কুখ্যাত মাদক সম্রাটকে গ্রেফতারে প্রতিটি রাজ্যে প্রায় ৮ হাজার ২শ’ ফেডারেল পুলিশ কর্মকর্তাকে ‘উচ্চ সতর্কাবস্থায়’ রাখা হয়েছে।
ওই বিবৃতিতে আরো বলা হয়, ‘পলাতকের সাম্প্রতিক তোলা ছবি সম্বলিত লক্ষাধিক লিফলেট দেশের বিভিন্ন স্থানে বিতরণ করা হচ্ছে।’
‘দেশের বিভিন্ন হোটেল, হাসপাতাল ও অন্ত্যেষ্টিক্রিয়া স্থলে বিশেষ অভিযান চালানো হচ্ছে।’ এছাড়া দেশের বিভিন্ন বিমানবন্দরে প্রতিটি বেসরকারি ফ্লাইটে তল্লাশি চালানো হচ্ছে।
উল্লেখ্য, বিগত ১৪ বছরের মধ্যে কারাগার থেকে এটি তার দ্বিতীয়বার পলায়ন। গ্রেফতার হওয়ার ১৭ মাস পর এবার তিনি জেল থেকে দেড় কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ পথে পালিয়ে যান।
একে/আরআই
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার সন্দেহভাজনরা ভারতীয়-অস্ট্রেলীয় নাগরিক?
- ২ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে উদযাপিত হলো মহান বিজয় দিবস
- ৩ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার আগ মুহূর্তে আটক হলেন ভারতীয় বংশোদ্ভূত নারী
- ৪ ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি: ট্রাম্প
- ৫ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে বাদ পড়লো ৫৮ লাখ নাম