পরীক্ষামূলক মার্কিন ড্রোনের রেকর্ড ফ্লাইট
যুক্তরাষ্ট্রের একটি পরীক্ষামূলক মনুষ্যবিহীন বিমান (ড্রোন) রেকর্ড পথ পাড়ি দিয়েছে। বিমানটি একটানা তিন দিন ধরে উড়ে এ রেকর্ড গড়ে। এটাই এ ধরনের কোনো বিমানের সবচেয়ে বেশি সময় উড়ার ঘটনা। ইন্টারন্যাশনাল অ্যারোন্যটিকেল ফেডারেশন একথা জানিয়েছে।
ওরিয়ন প্রোটোপাইপের এই মনুষ্যবিহীন বিমানটি একটানা ৮০ ঘণ্টা ২ মিনিট ৫২ সেকেন্ড ধরে আকাশে উড়ে। এটি সুপরিচিত প্রিডেটর ও রিপার ধরনের ড্রোন। ওই ড্রোনগুলো মার্কিন সামরিক বাহিনী ব্যবহার করে।
চব্বিশ ঘণ্টা আমেরিকান গোয়েন্দা ও নজরদারির প্রয়োজন মেটাতে মার্কিন বিমান বাহিনীর পরীক্ষামূলক কর্মসূচির আওতায় বিমানটি নির্মাণ করা হয়। এটা এর আগে ইউএভি’র ফ্লাইটের রেকর্ড ভঙ্গ করে। ইউএভি ৩০ ঘণ্টা একটানা উড়েছিল।
বিমানটির নির্মাণকারী প্রতিষ্ঠান মার্কিন বিমান বাহিনীর জন্য অরোরা ফ্লাইট সাইন্সেস এই ধরনের আরো বিমান তৈরি করার আশাবাদ ব্যক্ত করেছে।
একে/আরআই
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে বাদ পড়লো ৫৮ লাখ নাম
- ২ বাংলাদেশি প্রতিনিধি দলের উপস্থিতিতে কলকাতায় ৫৪তম বিজয় দিবস উদযাপিত
- ৩ ঝড়ো বাতাসে ভেঙে পড়লো স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকা
- ৪ ঘন কুয়াশায় দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৪
- ৫ বিজয় দিবসে মোদীর পোস্ট, নেই বাংলাদেশের নাম