ইয়েমেনে সরকারি ভবন দখল করেছে বিচ্ছিন্নতাবাদীরা
দক্ষিণাঞ্চলীয় ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীরা এডেন শহরের বেশ কিছু সরকারি ভবন দখল করে রেখেছে। প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি বাহিনীর সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ চলছে।
প্রধানমন্ত্রী আহমেদ বিন দাঘের বিচ্ছিন্নতাবাদীদের অভ্যুত্থান প্রচেষ্টায় উস্কে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এডেনে অস্থায়ীভাবে সরকার পরিচালনা করছে হাদি সরকার। একই সঙ্গে রাজধানী সানা নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী হুতি গোষ্ঠী।
দু’পক্ষই নিজেদের সেনাদের সরে যাওয়ার নির্দেশ দিলে রোববার বিকেলে দু’পক্ষের সংঘর্ষ কমতে শুরু করে। পরিস্থিতি শান্ত করতে নিজেদের প্রতিবেশি আরব দেশগুলোকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে সরকারি বাহিনী।
দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও বহু মানুষ। ইয়েমেনে সংঘাত আর লড়াইয়ের কারণে লাখ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ অযোধ্যায় রাম মন্দিরের কাজ শেষ হলেও মসজিদ নির্মাণ এগোয়নি কেন?
- ২ আকাশছোঁয়া দামে ‘ওয়ার্নার ব্রাদার্স’ কিনে নিচ্ছে নেটফ্লিক্স
- ৩ নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের দিন মুর্শিদাবাদে ‘হাই অ্যালার্ট’
- ৪ বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা, মৃতের সংখ্যা বেড়ে ৬১১
- ৫ হাসিনাকেই ঠিক করতে হবে তিনি কতদিন ভারতে থাকবেন: জয়শঙ্কর