ইয়েমেনের হামলায় সৌদি আরবের ৫ সেনা নিহত
ইয়েমেনের হামলায় সৌদি আরবের অন্তত পাঁচ সেনা নিহত হয়েছে। দেশটিতে সৌদি আরবের বিমান হামলার প্রতিশোধ নিতে ইয়েমেনের যোদ্ধারা হামলা চালিয়ে ওই পাঁচ সেনাকে হত্যা করেছে।
ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল-মাসিরা বলছে, সোমবার রাতে ইয়েমেনি স্নাইপারদের হামলায় সৌদি আরবের জিজান প্রদেশের আল হামেজাহ এবং তাবাত আল খাজান গ্রামে দুই সেনা নিহত হয়। এছাড়া আসির এলাকার আল আলাব সীমান্ত ক্রসিংয়ে দু’জন এবং নাজরান এলাকায় একটি সামরিক ঘাঁটিতে আরেক সেনা নিহত হয়েছে।
ইয়েমেনি সেনাবাহিনী সৌদি আরবের জিজান এলাকায় আট সেনাকে গুলি করে হত্যার দাবি করার একদিন পর ফের পাঁচ সেনাকে হত্যার খবর দিলো আল-মাসিরা।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হামলা শুরু করে। সৌদি সরকার সাবেক প্রেসিডেন্ট আব্দুরাব্বু হাদি আল মনসুরকে ইয়েমেনের ক্ষমতায় ফের বসানোর লক্ষ্যে হুথি বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ওই হামলা শুরু করে।
সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় কয়েক হাজার নারী ও শিশুসহ এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার বেসামরিক ইয়েমেনি নিহত হয়েছেন। এছাড়া গৃহহীন হয়ে পড়েছেন দেশটির আরো লাখ লাখ মানুষ।
এসআইএস/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইউক্রেনের সংসদীয় কার্যালয়ে দুর্নীতিবিরোধী সংস্থার তল্লাশি, নিরাপত্তা বাহিনীর বাধা
- ২ সোমবার যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু
- ৩ নতুন বছরের শুভেচ্ছা বার্তায় পুতিনকে যা লিখলেন কিম জং উন
- ৪ গুয়াতেমালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫, আহত ১৯
- ৫ সোমালিল্যান্ড কেন হঠাৎ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে?