কিছু আরব রাষ্ট্র আমাদের মিত্র : ইসরাইল
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সাম্প্রতিক পরমাণু সমঝোতার বিরোধিতার ক্ষেত্রে কয়েকটি আরব দেশ ইসরাইলের সঙ্গে রয়েছে। এমন দাবি করেছেন ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ডোরে গোল্ড। খবর প্রেস টিভি।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে গোল্ড এ কথা বলেন। তিনি তার বক্তব্যে অন্তত দুইবার ওইসব আরব দেশকে ইসরাইলের মিত্র হিসেবে উল্লেখ করেন। এসময় তিনি দাবি করেন, ইরানের পরমাণু সমঝোতার ফলে যে হুমকি তৈরি হয়েছে তার মোকাবিলার জন্য ওয়াশিংটন ও তেল আবিবকে যৌথভাবে উপায় খুঁজে বের করতে হবে।
এএইচ/এমএস