মুম্বাইয়ে কিশোরীকে গণধর্ষণ
ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের চেম্বুর এলাকায় এক কিশোরী (১৫) গণধর্ষণের শিকার হয়েছেন। বুধবার ওই এলাকার একটি দোকানে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ঘটনাটি প্রথমে একজন রিকশা চালকের নজরে আসে। ওই রিকশাচালক মুম্বাইয়ের চেম্বুরের পেস্তম সাগর কলোনির হর্ষ এন্টারপ্রাইজ নামের দোকানের উল্টোদিকে একজন যাত্রীকে রিকশা থেকে নামিয়ে দেন। এ সময় তিনি এক কিশোরীর চিৎকার শুনতে পান।
এরপর ওই রিকশাচালক ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে আটক করে।
পুলিশ আরো জানায়, ওই কিশোরীকে জোর করে নেশাদ্রব্য খাইয়ে নাচতে বাধ্য করা হয়। এরপর তারা তাকে ধর্ষণ করে। তবে কিশোরী দোকানে নিজে কারও সঙ্গে গিয়েছিলেন নাকি ধর্ষণের উদ্দেশ্যে জোর করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল তা জানা যায়নি। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।
এসআইএস/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ দুগ্ধপণ্য আমদানিতে চীনের নতুন শুল্ক, ‘অযৌক্তিক’ বললো ইউরোপীয় ইউনিয়ন
- ২ রাশিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত
- ৩ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
- ৪ গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত নিয়োগ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে ডেনমার্ক
- ৫ ভারতে খ্রিষ্টানদের বাড়িঘরে আগুন, গির্জায় হামলা