ওয়াশিংটনে ৬৮ ভারতীয় আটক
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ওয়াশিংটনে অন্তত ৬৮ ভারতীয়কে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস অ্যানফোর্সমেন্ট (আইসিই) এ তথ্য দিয়েছে। খবর-পিটিআই`র।
জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার সময় আটক হয়েছেন এসব ভারতীয়। আটককৃতদের মধ্যে অর্ধেকই আটক হয়েছে গত এক মাসে। বাকিরা চলতি বছরের বিভিন্ন সময়ে আটক হয়েছেন। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের বেশির ভাগই পাঞ্জাবের মানুষ।
আইসিই জানিয়েছে, টাকোমা বন্দিশিবিরে ওই ৬৮ ভারতীয়কে আটক করে রাখা হয়েছে। তাদের যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ দেওয়া হবে না-কি ভারতে হস্তান্তর করা হবে এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য খবরে উল্লেখ নেই।
আরএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ দক্ষিণ কোরিয়ায় টাক পড়া ‘বেঁচে থাকার প্রশ্ন’, স্বাস্থ্য বিমার নির্দেশ প্রেসিডেন্টের
- ২ বিশ্ব গণমাধ্যমে প্রথম আলো-ডেইলি স্টারে হামলার খবর
- ৩ যুক্তরাজ্যের কারাগারে অনশন, ফিলিস্তিন অ্যাকশনের ৬ কর্মীর মৃত্যু ঝুঁকি
- ৪ সুদানের নতুন মৃত্যুনগরী কোরদোফান, ১৬ বেসামরিকের প্রাণহানি
- ৫ ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো দেবে ইইউ