কাশ্মির বিতর্ক : কমনওয়েলথ সংসদীয় সম্মেলন বাতিল
কমনওয়েলথ সংসদীয় সম্মেলন বা সিপিসি বাতিলের ঘোষণা দিয়েছে পাকিস্তান। সদস্য দেশগুলো ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিধানসভার স্পিকারকে আমন্ত্রণ জানানোর জন্য চাপ দেয়ার পরিপ্রেক্ষিতে এ সম্মেলন বাতিল করা হয়। সেপ্টেম্বরের ৩০ থেকে শুরু হয়ে অক্টোবরের ৮ তারিখ পর্যন্ত এ সম্মেলন পাকিস্তানে চলার কথা ছিল। খবর প্রেস টিভি।
খবরে বলা হয়, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল(অব.)পারভেজ মোশাররফ ২০০৭ সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিধানসভার স্পিকারকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু সিপিসি বাতিলের ঘোষণা দিয়ে পাকিস্তান সংসদের স্পিকার সর্দার এজাজ সিদ্দিক বলেন, ওটি ছিল একজন স্বৈরশাসকের সিদ্ধান্ত। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত পাকিস্তান সরকার কাশ্মির বিষয়ে কোনো আপোষ করবে না।
পাকিস্তানের সংসদে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।তিনি বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের স্পিকারকে আমন্ত্রণ জানানোর জন্য লন্ডনের সিপিএ সচিবালয় থেকে তাকে অনুরোধ করা হয়। এ জবাবে লিখিত ভাবে তিনি জানান, এ আমন্ত্রণ জানানো তার পক্ষে সম্ভব নয়।
এজাজ সিদ্দিক ২০১৪ সালের অক্টোবরে কমনওয়েলথ সংসদীয় সংস্থা সিপিএর সভাপতি হিসেবে সর্ব সম্মত ভাব নির্বাচিত হয়েছিলেন। ক্যামেরনে অনুষ্ঠিত সিপিসির ৬০তম বৈঠকে নির্বাচিত হন তিনি। একই বৈঠকে পরবর্তী বৈঠক ইসলামাবাদে করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
এএইচ/এমএস