যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের হিউস্টন অঙ্গরাজ্যে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় বিমানটিতে তিনজন আরোহী ছিলেন। স্থানীয় পুলিশ এবং কর্মকর্তারা জানিয়েছেন, হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরের কাছে শনিবার বোয়িং ৭৬৭ বিমানটি বিধ্বস্ত হয়েছে।
ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার মিয়ামি থেকে আসা অ্যাটলাস এয়ারের ফ্লাইট ৩৫৯১ বিমানবন্দরটি প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণপূর্বে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
কর্তৃপক্ষ বলছে, ওই দুর্ঘটনায় বিমানের কোন আরোহীর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ওই দুর্ঘটনার তদন্ত করবে।
চেম্বার্স কাউন্টি শেরিফের কার্যালয়ের কর্মকর্তারা এক ফেসবুক পোস্টে বলেন, ট্রিনিটি উপসাগরে উত্তরাঞ্চলের শেষ দিকে আনাহুয়াক নামের একটি ছোট শহরের কাছে কার্গো বিমানটি বিধ্বস্ত হয়েছে।
টিটিএন/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইসরায়েলের নিয়মিত যুদ্ধবিরতি লঙ্ঘন গাজা শান্তিচুক্তিকে অনিশ্চয়তায় ঠেলে দিচ্ছে: কাতার
- ২ মিয়ানমারে নির্বাচনের আগে শত শত মামলা, বিরোধীদের চাপে রাখার চেষ্টায় জান্তা
- ৩ গত ৭ মাসে যুক্তরাষ্ট্রে কোনো অবৈধ অভিবাসী প্রবেশাধিকার পায়নি
- ৪ ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের সম্পদ: ট্রাম্পের সহকারী
- ৫ বিশ্ববাজারে আরও কমবে চালের দাম, ঝুঁকিপূর্ণ খাদ্যে কঠোর ব্যবস্থা