ভেনেজুয়েলায় সরকারি অফিসে ১৫ বছরের জন্য নিষিদ্ধ গুয়াইদো
সরকারি অফিসে ১৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদো। তার ব্যক্তিগত আর্থিক বিবরণীতে অসঙ্গতি পাওয়ায় এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে দেশটির অর্থনৈতিক নিয়ন্ত্রক সংস্থা।
বৃহস্পতিবার দেশটির প্রধান হিসাব নিয়ন্ত্রক এলভিস আমোরোসো জানিয়েছেন, গুয়াইদোর ব্যক্তিগত আর্থিক বিবরণীতে অসঙ্গতি পাওয়া গেছে।
গত জানুয়ারিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবৈধ উল্লেখ করে নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন বিরোধী দলের প্রধান গুয়াইদো। এরপরেই যুক্তরাষ্ট্রসহ ৫০টিরও বেশি দেশ তার প্রতি সমর্থন জানায়।
তবে এখনই এই সাজা ভোগ করতে হচ্ছে না গুয়াইদোকে। ন্যাশনাল অ্যাসেম্বলির বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোনো নির্বাচনে অংশ নিতে চাইলে গুয়াইদোর ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়েছে।
তবে আমোরোসোর এই ঘোষণা প্রত্যাখ্যান করে গুয়াইদো বলছেন তিনি ‘অডিটর জেনারেল নন’। তিনি বলেন, একমাত্র বৈধ পার্লামেন্টই একজন অডিটর জেনারেলকে নিয়োগ দিতে পারে।
এদিকে, গত সপ্তাহে গুয়াইদোর চিফ অব স্টাফ রোবার্তো মারেরোকে (৪৯) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের ওপর ‘নাশকতামূলক কর্মকাণ্ডের’ পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে হস্তক্ষেপ করলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে: যুক্তরাষ্ট্রকে তেহরানের হুঁশিয়ারি
- ২ ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা হলে ‘উদ্ধারে এগিয়ে আসবে’ যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- ৩ সম্পর্ক জোরদারে বৈঠকের সিদ্ধান্ত চীন ও দক্ষিণ কোরিয়ার
- ৪ মেয়ে নিয়ে জনসমক্ষে কিম, পারিবারিক সমাধিসৌধ সফরের ছবি প্রকাশ
- ৫ ভারী তুষারপাতে বিপর্যস্ত পোল্যান্ড, গাড়িতেই বহু মানুষের রাত্রিযাপন