পাকিস্তানের চেয়ে বেশি ইসলামিক রাষ্ট্র ভারত : রাজনাথ সিং
ভারতকে পাকিস্তানের চেয়েও বেশি ইসলামিক রাষ্ট্র বলে মন্তব্য করলেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন,পাকিস্তানের চেয়েও বেশি ধর্মপ্রাণ মুসলিম এ দেশে বাস করেন ও সুখে বসবাস করেন। তাদের অন্তরাত্মায় ভারতীয় জাতীয়তাবোধ প্রবল।
শুক্রবার পাক রেঞ্জার্সের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন রাজনাথ সিং। বৈঠকে তিনি বলেন, গুলি নয়, আলোচনার মাধ্যমে অনুপ্রবেশ সমস্যার সমাধান করতে চায় ভারত।
বৈঠকে ভারত সীমান্তের এপার থেকে প্রথম বুলেট ছুঁড়বে না বলেও জানান মন্ত্রী।
জবাবে পাকিস্তানি ডিজি বলেন, পাকিস্তানের তরফে এই একই বার্তা দেওয়ার অধিকার তার নেই। তবে ভারতের বক্তব্য তিনি তার দেশের প্রশাসনিক নেতৃত্বকে অবশ্যই জানাবেন।
রাজনাথ সিং বলেন, ভারতের মতো পাকিস্তানও সন্ত্রাসবাদের শিকার। তাই দুই দেশকে এক হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে হবে।
এসআইএস/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ কানাডার ওপর ১০০ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের
- ২ যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় না থাকায় কী ক্ষতি বাংলাদেশের
- ৩ ভারতে বাংলাদেশি সন্দেহে আরও এক মুসলিম শ্রমিককে হত্যা
- ৪ প্রথমবার ১০০ ডলার ছাড়ালো রুপা, সোনার দাম ৫০০০ ডলার ছুঁইছুঁই
- ৫ ২ বছরের শিশুকে আটক করে ভিনরাজ্যে পাঠালো ট্রাম্পের আইসিই বাহিনী