উপকূলে আরেক সিরীয় শিশুর লাশ
গোটা বিশ্বকে নাড়া দেয়া শিশু আয়লানের লাশের পর এবার আবারো তুরস্কের উপকূলে চার বছর বয়সী এক সিরীয় শিশুর লাশ পাওয়া গেছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাতোলিয়া এ খবর জানিয়েছে।
এর আগে আয়লান কুর্দি নামে এক সিরীয়ান শিশুর লাশ তুরস্কের উপকূলে ভেসে ওঠে। সমুদ্রের পাড়ের বালুতে আয়লানের মুখ থুবরে পড়ে থাকার একটি ছবি সারা বিশ্বে তোলপাড় তোলে।
আনাতোলিয়া জানায়, ওই ঘটনার পর শুক্রবার এই সিরীয় মেয়ে শিশুটির লাশ পাওয়া গেলো। দেশটির পশ্চিমাঞ্চলীয় সমুদ্র উপকূলে একটি মেয়ে শিশুর মরদেহ ভেসে ওঠে। এখন পর্যন্ত শিশুটির পরিচয় পাওয়া যায় নি।
তুরস্কের কোস্টগার্ড বাহিনী জানিয়েছে, বেশ কয়েকজন শরণার্থী নিয়ে একটি নৌকা গ্রিসের উপকূলে যাওয়ার সময় ডুবে যায়। তাদের বাহিনী ডুবন্ত নৌকার ১৪ জনকে বাঁচাতে সক্ষম হয়। বেঁচে যাওয়া ১৪ জনের ৮ জনই শিশু।
কোস্টগার্ড বাহিনী ধারণা করছে, উপকূলে ভেসে আসা শিশুটি ঐ ডুবে যাওয়া নৌকার যাত্রী হতে পারে।
এসএইচএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাজ্যে ভারতীয় পরিবারগুলোতে কন্যাভ্রূণ গর্ভপাতের রেকর্ড
- ২ ইউক্রেন-রাশিয়ার সরাসরি আলোচনা ছিল ‘বড় পদক্ষেপ’: মার্কিন কর্মকর্তা
- ৩ গাজায় জ্বালানি কাঠ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় ২ শিশু নিহত
- ৪ যুক্তরাষ্ট্রে ফেডারেল এজেন্টদের গুলিতে আরও এক মার্কিনি নিহত
- ৫ কানাডার ওপর ১০০ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের