আফগানিস্তানে আল কায়েদার শীর্ষ নেতা নিহত
আফগানিস্তানে আল কায়েদার এক শীর্ষ নেতা মার্কিন ও আফগান সেনাবাহিনীর যৌথ অভিযানে নিহত হয়েছে। আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, গত মাসে এক অভিযানে ওই তালেবান নেতা নিহত হয়।
আসিম ওমার নামের ওই আল কায়েদা নেতা ভারতীয় উপমহাদেশে আল কায়েদার (আকিস) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জাতীয় নিরাপত্তা অধিদফতর (এনডিএস) জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেবানের একটি ঘাঁটিতে অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়।
যৌথবাহিনীর ওই অভিযানে তালেবান নেতা ছাড়াও কমপক্ষে ৪০ বেসামরিক নিহত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এবং আল কায়েদার তরফ থেকে আসিম ওমারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি।
অপরদিকে তালেবানের পক্ষ থেকে এই খবর প্রত্যাখ্যান করা হয়েছে। তালেবানের এক মুখপাত্র বলছেন, এটা শত্রুদের মনগড়া প্রচারণা। ওই অভিযানে শুধুমাত্র বেসামরিকরাই হতাহত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
টিটিএন/জেআইএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১০ জানুয়ারি ২০২৬
- ২ বিশ্বজুড়ে যুদ্ধের দামামা বাজিয়েও নোবেল শান্তি পুরস্কার চান ট্রাম্প
- ৩ ইরানে বিক্ষোভকারীদের উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করলো বিপ্লবী গার্ডস
- ৪ ভারতে গোবর-গোমূত্রে ক্যানসার নিরাময়ের চিন্তা, গবেষণার আগেই গায়েব প্রকল্পের টাকা
- ৫ ইরানে ‘ভেনেজুয়েলা-ধাঁচের’ ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী