মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্কট ওয়াকার
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী স্কট ওয়াকার। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সোমবার তিনি নিজের নাম প্রত্যাহারের ঘোষণা দেন। খবর ওয়াশিংটন পোস্টের।
ম্যাডিসনে দেয়া এক বক্তৃতায় তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে দলের অন্য প্রার্থীদের সহায়তা করতে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে নির্বাচনী মাঠে একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, শিগরিরই আমি নির্বাচনী প্রচারণাও বন্ধ করবো।
স্কট ওয়াকার বলেন, রিপাবলিকান দলের অন্য প্রার্থীরাও যাতে আমার পথ অনুসরণ করে। এর মাধ্যমে ভোটাররা খুব সহজেই সীমিত সংখ্যক প্রার্থীদের মধ্য থেকে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন।
এসআইএস/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ অযোধ্যায় রাম মন্দিরের কাজ শেষ হলেও মসজিদ নির্মাণ এগোয়নি কেন?
- ২ আকাশছোঁয়া দামে ‘ওয়ার্নার ব্রাদার্স’ কিনে নিচ্ছে নেটফ্লিক্স
- ৩ নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের দিন মুর্শিদাবাদে ‘হাই অ্যালার্ট’
- ৪ বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা, মৃতের সংখ্যা বেড়ে ৬১১
- ৫ হাসিনাকেই ঠিক করতে হবে তিনি কতদিন ভারতে থাকবেন: জয়শঙ্কর