মুম্বাই বিমানবন্দরে জঙ্গি হামলার হুমকি, রেড অ্যালার্ট
ভারতের মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে জঙ্গি হামলার হুমকির পর রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সোমবার রাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোন করে মুম্বাই বিমাবন্দর ও বিখ্যাত তাজ হোটেল উড়িয়ে দেয়ার হুমকি দেয়। খবর এনডিটিভির।
এ ঘটনার পর বিমানবন্দর এলাকা ও তাজ হোটেলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, সোমবার রাতে বিমানবন্দরের ব্যবস্থাপকের কাছে এক নাম্বার থেকে ফোন আসে। পরে ওই ব্যক্তি বিমানবন্দর ও তাজ হোটেলে বোমা হামলার হুমকি দেয়। বিমানবন্দরসহ আরো তিন জায়গায় বিস্ফোরক ভর্তি গাড়ি রেখে আসারও হুমকি দেয় ওই ব্যক্তি।
হুমকির পর বিমানবন্দরসহ ওই তিন জায়গায় অতিরিক্ত পুলিশ ও বোমা নিস্ক্রিয়কারী দলের সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, বোমা হামলার হুমকির পর বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া বিমানবন্দর ও এর আশ-পাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো বিস্ফোরক পাওয়া যায়নি বলে তিনি জানান।
এর আগে ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে হোটেলে জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওই হামলায় অন্তত ১৬৬ জনের প্রাণহানি ঘটে।
এসআইএস/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাজ্যে ভারতীয় পরিবারগুলোতে কন্যাভ্রূণ গর্ভপাতের রেকর্ড
- ২ ইউক্রেন-রাশিয়ার সরাসরি আলোচনা ছিল ‘বড় পদক্ষেপ’: মার্কিন কর্মকর্তা
- ৩ গাজায় জ্বালানি কাঠ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় ২ শিশু নিহত
- ৪ যুক্তরাষ্ট্রে ফেডারেল এজেন্টদের গুলিতে আরও এক মার্কিনি নিহত
- ৫ কানাডার ওপর ১০০ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের