সৌদিতে নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি
মিনায় পদদলিত হয়ে নিহত হাজিদের মরদেহ
সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত হাজিদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সর্বশেষ মঙ্গলবার সৌদি আরবের উপ-স্বাস্থ্যমন্ত্রী হামাদ বিন মুহাম্মদ আল দোয়েলার বরাত দিয়েে ইরানের মুখপাত্র টেলিভিশন প্রেস টিভি নিহত হাজির সংখ্যা চার হাজার ১৭৩ জন বলে প্রতিবেদন প্রকাশ করেছে। তবে সৌদি সরকারের সর্বশেষ হিসেব অনুযায়ী মিনায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা ৭৮৯ জন। খবর বিবিসি
তবে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রেস টিভির এই দাবি নাকচ করে দেয়া হয়েছে। তারা বলছে, কোনো হ্যাকার গ্রুপের কারসাজিতে এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। হ্যাকার গ্রুপ মন্ত্রণালয়ের পুরাতন ওয়েবসাইটে নিহত হাজিদের সংখ্যা চার হাজার ১৭৩ জন বলে পোস্ট দিয়ে সারাবিশ্বে বিভ্রান্তিকর তথ্য প্রদান করে।
বিশ্বের বিভিন্ন দেশের পত্র-পত্রিকাতেও নিহত হাজিদের সংখ্যা নিয়ে বিভিন্ন ধরনের সংবাদ পরিবেশন হচ্ছে। ভারত ও পাকিস্তান সরকার জানিয়েছে নিহতের সংখ্যা ১১০০ জন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ টুইটার বার্তায় নিশ্চিত করেন সৌদি কর্তৃপক্ষ মিনায় নিহত ১০৯০ জন হাজির ছবি প্রকাশ করেছে।
বিবিসির খবরে বলা হয়, নাইজেরিয়ার এক হজ কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবারের ওই দুর্ঘটনার সময় তিনি জেদ্দায় ছিলেন। নিহত ব্যক্তিদের মরদেহ মিনা থেকে জেদ্দায় আনা হয়। দুর্ঘটনাস্থল থেকে এক হাজারেরও বেশি মরদেহ জেদ্দার মর্গে নেয়া হয়।
ইরানসহ কয়েকটি দেশের অভিযোগ, দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সৌদি কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। মিনায় পদদলিত হয়ে নিহতের মধ্যে ১৪০ জন ইরানের। তবে সৌদি কর্তৃপক্ষ এখনো নিহতের সংখ্যার বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি।
## মিনায় পদদলন : নিহতের সংখ্যা ৪১৭৩
বিএ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বিশ্ববাজারে সোনার দাম ইতিহাসে সর্বোচ্চ
- ২ দুগ্ধপণ্য আমদানিতে চীনের নতুন শুল্ক, ‘অযৌক্তিক’ বললো ইউরোপীয় ইউনিয়ন
- ৩ রাশিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত
- ৪ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
- ৫ গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত নিয়োগ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে ডেনমার্ক