কাশ্মীর কাঁপছে, পাইপ দিয়ে পানিও যাচ্ছে না
কাঁপছে ভূস্বর্গখ্যাত ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ও লাদাখ। চলতি মৌসুমের সবেচেয়ে শীতলতম রাত কাটিয়ে শ্রীনগরসহ গোটা উপত্যকার মানুষ একটু রোদের পানে তাকিয়ে আছে। দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, বড়দিনের আগের রাতে সবচেয়ে শীতলতম রাতে কাটিয়েছেন কাশ্মীরবাসী।
আবহাওয়া দফতরের এক কর্মকর্তা বলেছেন, মঙ্গলবার জম্মু-কাশ্মীর ও লাদাখ জুড়ে ন্যূনতম তাপমাত্রা হিমাঙ্কের চেয়ে কয়েক ডিগ্রি নিচে নেমে গেছে। শ্রীনগরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গতরাতে। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নামলে স্বাভাবিকভাবে ব্যাহত সেখানকার জনজীবন।
ভারতীয় টেলিভিশন এনডিটিভি তাদের প্রতিবেদনে বলছে, তীব্র ঠান্ডায় জেরে উপত্যকার ‘রাজধানী’ শ্রীনগরসহ জম্মু-কাশ্মীরে পানি সরবরাহও প্রায় বন্ধ। কেননা পাইপের মধ্যে দিয়ে পানি প্রবাহিত হওয়ার সময় তা জমে বরফ হয়ে যাচ্ছে। এর আগে গত ৮ ডিসেম্বর একইভাবে কাশ্মীরে তীব্র ঠান্ডা নেমেছিল।
আবহাওয়া দফতরের এক কর্মকর্তা জানান, উত্তর কাশ্মীরের গুলমার্গের স্কি-রিসোর্টে গতকাল মঙ্গলবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা রয়েছে। তার আগের রাতে সেখানে তাপমাত্রা ছিল মাইনাস ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে দক্ষিণ কাশ্মীরের পেহেলগামে গত রাতের তাপমাত্রা মাইনাস ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। গোটা কাশ্মীর জুড়ে বরফের চাদর, সড়কে বাড়িতে কিংবা গাড়িতে বরফের স্তুপ জমে আছে। স্বাভাবিক চলাচল আর যাতায়ত দুরহ হয়ে পড়ায় ঘর থেকে বের হতে পারছে না সাধারণ মানুষ।
এসএ/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের চাপ তোয়াক্কা না করেই রাশিয়ার সঙ্গে ভারতের একাধিক চুক্তি
- ২ চীনের নির্যাতন থেকে বাচঁতে ভারতে ৩ ভাই, জেল খাটছে ১২ বছর
- ৩ সন্ত্রাসের বিরুদ্ধে রাশিয়াকে একসঙ্গে কাজ করার আহ্বান মোদীর
- ৪ আফ্রিকার উপকূলে খাদ্য সংকট, ৬০ হাজার পেঙ্গুইনের মৃত্যু
- ৫ যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলে ৩৪ বিলিয়ন ডলারের সামরিক বাজেট ঘোষণা