বিশ্বে পর্ন খোঁজার শীর্ষে ভারত
ইন্টারনেটের সার্চ ইঞ্জিন গুগলে বিশ্বের সবচেয়ে বেশি পর্ন ভিডিও খোঁজে এমন এক জরিপে শীর্ষ ১০টির মধ্যে ভারতের ছয়টি শহরের নাম ওঠে এসেছে। এর মধ্যে আবার বেশি পর্নে খোঁজা হয় দেশটির রাজধানী নয়া দিল্লি থেকে। এর পরেই ভারতের পুনে, মুম্বাই, হাওড়া, উনাও এবং বেঙ্গালুরেুর অবস্থান। গুগল ট্রেন্ডসের সর্বশেষ তথ্যের ভিত্তিতে ডিএনএন ইন্ডিয়া ও টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
ভারতের নিরাপত্তা গবেষক অজিত হাত্তি বলেছেন, তথ্যটি সঠিক হলেও সম্পূর্ণ নয়। চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো গুগল ব্যবহার করে না। এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো দেশে গুগল ছাড়াও অনেকে অন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করে। আমাদের দেশে অনেকে ভালো ইংরেজি জানে না। উন্নত দেশগুলোতে পর্ন শব্দটির পরিবর্তে অন্য কিছু দিয়ে সার্চ করা হয়।
এদিকে গুগল সার্চ ট্রেন্ডের তথ্য অনুযায়ী কামনা ও বিকৃত মানসিকতার বিষয়টিও ওঠে এসেছে। তথ্য অনুযায়ী- অ্যানিমেল পর্ন খোঁজার দিক থেকে এগিয়ে ভারতের পুনে। এরপরেই রয়েছে নয়া দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরু। ‘রেপ পর্ন’ খোঁজার দিক থেকে সবার আগে পশ্চিমবঙ্গের কলকাতা শহর। এরপর হাওড়া, নয়াদিল্লি, আহমেদাবাদ ও পুনে। এছাড়া চাইল্ড পর্ন বেশি খোঁজা হয় উত্তর প্রদেশের উনাও শহর থেকে।
আরএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ কানাডার ওপর ১০০ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের
- ২ যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় না থাকায় কী ক্ষতি বাংলাদেশের
- ৩ ভারতে বাংলাদেশি সন্দেহে আরও এক মুসলিম শ্রমিককে হত্যা
- ৪ প্রথমবার ১০০ ডলার ছাড়ালো রুপা, সোনার দাম ৫০০০ ডলার ছুঁইছুঁই
- ৫ ২ বছরের শিশুকে আটক করে ভিনরাজ্যে পাঠালো ট্রাম্পের আইসিই বাহিনী