নেপালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০
নেপালে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক রাশিয়ান নারীসহ ১০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। রাজধানী কাঠমান্ডু থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাখনপুর জেলায় শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
পুলিশ এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে। পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতিতে চালানোর সময় একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই চালক পালিয়ে গেছে।
পাহাড়ের দেশ নেপালে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার জন্য লক্কর-ঝক্কর যানবাহন ও রাস্তাঘাটের বেহাল দশাকে দায়ী করা হয়।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত
- ২ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
- ৩ গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত নিয়োগ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে ডেনমার্ক
- ৪ ভারতে খ্রিষ্টানদের বাড়িঘরে আগুন, গির্জায় হামলা
- ৫ ভারতে দলিত যুবককে বিয়ে করায় ৬ মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যা