মেক্সিকোয় মাদক নিরাময় কেন্দ্রে বন্দুকধারীর হামলা, নিহত ২৪
মেক্সিকোর একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছেন ২৪ জন। আহত আরও অন্তত সাতজন, এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপুয়াতো শহরে ঘটেছে এ ভয়াবহ ঘটনা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, একদল বন্দুকধারী অনিবন্ধিত ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ঢুকে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। এতে কেন্দ্রের বাসিন্দাসহ আরও অনেকে গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে ২৪ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটিতে কারা এমন তাণ্ডব চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে পুলিশের বিশ্বাস, এর পেছনে স্থানীয় মাফিয়া ও মাদক পাচারকারী চক্র জড়িত থাকতে পারে।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকার একটি স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে মেক্সিকোর সবচেয়ে ক্ষমতাধর মাফিয়া গ্রুপ জেলিসকো কার্টেলের লড়াই চলছে। মাদক নিয়েও এ দু’দলের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। সেক্ষেত্রে, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটিও কোনওভাবে তাদের দ্বন্দ্বের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
কেএএ/
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মাচাদোকে শান্তি পুরস্কার দেওয়ায় নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে অ্যাসাঞ্জের ফৌজদারি অভিযোগ দায়ের
- ২ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
- ৩ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন
- ৪ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ৫ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প